ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফানুসে ঢাকার দুই জায়গায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
ফানুসে ঢাকার দুই জায়গায় আগুন

ঢাকা: ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে উড়ানো ফানুসে ঢাকার পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে এ আগুনের খবর পেয়ে দুটি করে ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটি ফানুস পড়ে আগুন ধরে যায়। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়। একইভাবে লালবাগে লাগা আগুনও কিছুক্ষণের মধ্যে নিভে যায়।

এছাড়া, মিরপুরে একটি ছোট আগুনের সংবাদ পাওয়া গেলেও সেটি ফানুস থেকে কি না তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।