ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিলল সেফটিক ট্যাংকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিলল সেফটিক ট্যাংকে

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুই দিন পর সেফটিক ট্যাংকির ভেতর থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ জানুয়ারী) সাড়ে ১২টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর গুচ্ছগ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী হরিশপুর মহলদারপাড়া গ্রামের মো. বাবলুর ছেলে মো. আলহাজ (১৪)। সে নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। গত   শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে নিহত আলহাজ বাড়ি থেকে নিখোঁজ হয়।

ইউপি সদস্য মো. লালবর আলী বলেন, গত দুইদিন থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও ছেলেটির কোন সন্ধান   পাওয়া যায়নি। গুচ্ছগ্রাম থেকে সামান্য কিছু দূরেই নিখোঁজ স্কুল ছাত্রের বাড়ি। সকালে স্থানীয় বাসিন্দারা গুচ্ছ গ্রামের প্রত্যেকটি ঘরে খোঁজাখুঁজি করে। পরে সেফটিক ট্যাংকির ঢাকনা খুললে মরদেহটি দেখতে পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কেএম আলমগীর জাহান জানান, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।