ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে ড্রেজার দুর্ঘটনায় শিশু শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
নড়াইলে ড্রেজার দুর্ঘটনায় শিশু শ্রমিকের মৃত্যু

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় ড্রেজার দুর্ঘটনায় জিহাদ সরদার (১৫) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে।  

রোববার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া ঘাটে বালু আনলোড করার সময় এ দুর্ঘটনা ঘটে।

 

জিহাদ কালিয়া উপজেলার বিঞ্চপুর গ্রামের হাসান সরদারের ছেলে।

এলাকাবাসী জানান, জিহাদ বালু শ্রমিকের কাজ করতো। রোববার বিকেলে বালু আনলোড করার সময় ড্রেজার মেশিনের ফিতা ছিঁড়ে জিহাদের শরীরে লাগলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছু সময় পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পুলক কুমার সাহা মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।