ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে অটোরিকশা দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
গোমস্তাপুরে অটোরিকশা দুর্ঘটনায় বৃদ্ধ নিহত প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে লাল মোহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাল মোহাম্মদ জেলার ভোলাহাট উপজেলার দলদলি গ্রামের বাসিন্দা।  

স্থানীয়রা জানান, ভোলাহাট থেকে রহনপুরগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী ওই বৃদ্ধ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।