ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সালথায় কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
সালথায় কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু 

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় কীটনাশক পান করার ৪ দিন পর আদরী বেগম (২৪) নামে দুই সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এর আগে গত ৬ জানুয়ারি পারিবারিক কলহের জের ধরে ঘাস মারার কীটনাশক পান করেন তিনি।

আদরী বেগম উপজেলার বল্লভদি ইউনিয়নের দেওয়ালীকান্দা গ্রামের সোহেল মোল্যার স্ত্রী। নিহতের ৬ বছর ও ২ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।  

বল্লভদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন জানান, আদরী পারিবারিক কলহের জেরধরে গত চার দিন আগে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

এ ব্যাপারে ফরিদপুরের কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। যেহেতু ঘটনাটি সালথা থানার তাই ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তা সংশ্লিষ্ট থানায় নেওয়া হবে। তখন সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।