ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে ডেকোরেটরে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
শ্যামনগরে ডেকোরেটরে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি বাজারের হাজী মার্কেটে আগুন লেগে লিটন সাউন্ড অ্যান্ড ডেকোরেটর নামে একটি দোকান পুড়ে গেছে। এতে দোকানের মালামাল ও নগদ টাকাসহ ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

বুধবার (১১ জানুয়ারি) ভোরে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত লিটন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরের মালিক মো. লিটন জানান, ভোরে ধোঁয়ার কুণ্ডুলি দেখে স্থানীয়রা আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে তা নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে দোকানের সমস্ত মালামাল পুড়ে শেষ হয়ে যায়। পরে খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকানের কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আনিসুজ্জামান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।