ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

ঢাকা: রাজধানীর সায়দাবাদ জনপদের মোড় থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা মোহাম্মদ হৃদয় (৩৪) নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। তিনি বাসের ভেতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।  

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ‘জিএমই ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে রাজধানীর তোপখানা রোডের মেডিকেল যন্ত্রাংশ সরবারহকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আলি হোসেন জানান, প্রতিষ্ঠানটির বিক্রয়প্রতিনিধি হৃদয়। মালামাল নিয়ে নরসিংদী যান তিনি। সেখান থেকে ফেরার পথে বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। অজ্ঞান করে তার সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ও তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি হাতিয়ে নেয়। পরবর্তীতে তার সঙ্গে থাকা এনালগ আরেকটি ফোনের মাধ্যমে খবর পেয়ে বিকেলে জনপদ মোড়ে রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, স্টোমাক ওয়াশ করানোর পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি রেখেছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।