ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নসিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
নসিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহারে ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. ইমরান খান (২০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার গালিমপুর চরকুশাই মেডিকেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইমরান খান সুন্দরীপাড়া এলাকার আব্দুল মান্নান খানের ছেলে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমরান তার নিজস্ব কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে জয়পাড়া যাচ্ছিলেন। চরকুশাই মেডিকেল সংলগ্ন এলাকায় আসলে উল্টো দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হলে তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।  

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।