ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
ভৈরবে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কিশোরগঞ্জ:  কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কালা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।  
নিহত কালা মিয়া ওই গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন-উপজেলার বধুনগর ইসলামপুর গ্রামের মো. তৌহিদ মিয়া ও সবুজ হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে বধুনগর ইসলামপুর গ্রামে কালা মিয়া ও তৌহিদ মিয়ার বাড়ির লোকজনের সঙ্গে পাশের বাড়ির মতি মিয়া ও আবুল কালামে মধ্যে বিরোধ চলছিল। সকালে জমির বিরোধ মীমাংসার জন্য সালিশ বসে। সালিশ চলাকালে দু’পক্ষের লোকজন ঝগড়ার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কালা মিয়া, সবুজ হাসান ও তৌহিদ মিয়া আহত হন। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কালা মিয়াকে মৃত ঘোষণা করেন।  

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।