ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রলির নিচে চাপা পড়ে কিশোর শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
ট্রলির নিচে চাপা পড়ে কিশোর শ্রমিক নিহত

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে বাসের ধাক্কায় ইটভাঙ্গার ট্রলি উল্টে নিচে চাপা পড়ে কিশোর শ্রমিক নিহত হয়েছে। পাশাপাশি ট্রলির চালকসহ আরও তিন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের সিংহের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রিফাত (১৩)। সে চরাদি ইউনিয়নের চরাদি গ্রামের আব্দুর রহিমের ছেলে। অপরদিকে আহতরা হলেন নাইম, ফয়সাল, সেলিম ও মামুন। এদের মধ্যে সেলিম ও নাইমকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চরাদি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম রানা জানান, ইট ভাঙ্গার উদ্দেশ্যে ট্রলি নিয়ে হলতা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন হতাহতরা। এ সময় দ্রুতগতিতে যাচ্ছিলো বিসমিল্লাহ-১ পরিবহনের একটি বাস। বাসের গতি ও আলোর কারণে ইটভাঙ্গার ট্রলিটি রাস্তার পাশে সাইড করে। তখন আরেকটি পিকআপ এসে পড়লে বাস পাশ কাটিয়ে যাওয়ার সময় ইটভাঙ্গার ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলি উল্টে নিচে চাপা পড়ে রিফাত ঘটনাস্থলে মারা গেছে।

তিনি আরও জানান, ঘটনার পর বাস পালিয়েছে। স্থানীয়রা গিয়ে আহত দুই জনকে হাসপাতালে পাঠিয়েছে। অপর দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, দুর্ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।