ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে অনন্ত হালদার (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) উল্লাপাড়া-তাড়াশ আঞ্চলিক সড়কের আফার সড়কসেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অনন্ত উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর আশ্রয়ন প্রকল্পের মৃত অনিল হালদারের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, তাড়াশের মহিষলুটি বাজার থেকে মাছ কিনে অটোরিকশা যোগে উল্লাপাড়ায় আসছিলেন অনন্ত। তারা বাঙালা ইউনিয়নের আফার সড়ক সেতুর কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন অনন্ত। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্য হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।