ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে বাস উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
রংপুরে বাস উল্টে নিহত ১

রংপুর: রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী।

আহতদের মধ্যে সাতজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে ওই মহাসড়কের রংপুরের পীরগাছার ইছলারহাট ও গাইবান্ধার সুন্দরগঞ্জের জামালহাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সুন্দরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের ওপর উল্টে গিয়ে ঘটনাস্থলেই যাত্রী রফিকুলের মৃত্যু হয়। এ সময় নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানান, দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরসহ আহতদের রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।