ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হোটেল কক্ষে যুবকের মরদেহ, ছুটে এলো পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
হোটেল কক্ষে যুবকের মরদেহ,  ছুটে এলো পুলিশ আবাসিক হোটেলের সামনে উৎসুক জনতার ভিড়

সিলেট: সিলেটে আবাসিক হোটেল থেকে শাহেদ মোশাররফ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে নগরের লালবাজার লাভলী হোটেলের ২৫ নং কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত শাহেদ মোশারফ (৩৫) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও মিয়া পাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহেদ মোশারফ ওই হোটেলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তিনি যক্ষার রোগে আক্রান্ত ছিলেন এবং এই রোগের চিকিৎসার বিভিন্ন কাগজও উদ্ধার করেছে পুলিশ।

এসএমপির কোতোয়ালি মডেল থানার বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাজেদুল করিম সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে ওই যুবক মারা গেছেন। সুরতহাল শেষে মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার সকাল থেকে শাহেদের শারীরিক অবস্থার অবনতি হয়। জুমার নামাজের পর হোটেলের ২৫ নম্বর কক্ষে তাকে মৃত দেখে কোতোয়ালি মডেল থানায় খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।