ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার 

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নিখোঁজের নয় দিন পর মোহাম্মদ (২০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং শামলাপুর সড়কের পাহাড়ি ঢালার ভেতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড লেচুয়াপ্রাং শাহ আলম প্রকাশ বাদশা মিয়ার ছেলে।

নিহত ইজিবাইক চালক মোহাম্মদের বড় ভাই আমির হোসেন জানান, গত ১২ জানুয়ারি সকালে ইজিবাইক নিয়ে মোহাম্মদ বাড়িতে থেকে বের হওয়ার পর রাতে আর বাড়িতে ফিরে আসেনি। বাড়িতে ফিরে না আসায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করার পরও সন্ধান মেলেনি। তারপর শনিবার দুপুর ২টার দিকে হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর তার মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, মোহাম্মদকে হাতের আঙুল ও গলা কেটে হত্যা করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসবি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।