ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে নবনির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
ফরিদপুরে নবনির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানের শপথ

ফরিদপুর: শপথ নিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান।

রোববার (২২ জানুয়ারি) বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় শপথ নেন আলফাডাঙ্গা সদর ইউনিয়নের হাসিবুর ইসলাম বুলবুল, বুড়াইচ ইউনিয়নের আলহাজ্ব আব্দুল ওহাব পান্নু এবং গোপালপুর ইউনিয়নের মো. সাইফুল ইসলাম।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল অহসান তালুকদার তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। শপথ শেষে তাদের ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

এ সময় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা জনগণের সর্বোচ্চ সেবাদানে নিজেদের নিয়োজিত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।