ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ভোরের আগুনে পুড়ল বাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
নরসিংদীতে ভোরের আগুনে পুড়ল বাজার ছবি: সংগৃহীত

নরসিংদী: নরসিংদীর শহরের ভেলানগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

সোমবার (২৩ জানুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কসমেটিকস, প্লাস্টিক ও জুতাসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাঈদ জানান, ভোর ৪টার দিকে মসজিদের মাইকে আগুন লেগেছে সংবাদ পেয়ে বাজারে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস সদস্যরা। পরে তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।