ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত: নিক্সন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত: নিক্সন

ফরিদপুর: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বর্তমানে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ফলে  বিশ্বব‍্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। তারপরও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  সারাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।



তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পল্লীবেড়া গ্রামের দুটি রাস্তা এইচবিবিকরণ কাজের  ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম  হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মানস বসু, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল করিম দুদু মিয়াসহ উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।