ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ মো. নজরুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারি) তাকে গ্রেফতারের বিষয়টি জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগজিন জব্দ করা হয়।

গ্রেফতার নজরুল তার কাছে থাকা পিস্তলের বৈধতা সম্পর্কে কোনো লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি। তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।