ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাহাদুর শাহ পার্কের ইজারা বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
বাহাদুর শাহ পার্কের ইজারা বন্ধের দাবি ছবি- শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ভেতরে বাণিজ্যিক স্থাপনা (রেস্তোরাঁ) আপসারণসহ তিন দাবি জানিয়েছে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ।

বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে পরিষদের নেতারা এসব দাবি জানান।

তাদের বাকি দুই দাবি হলো- বাহাদুর শাহ পার্কে আগের মতো গোলাকার বেষ্টনী নির্মাণ এবং পার্কের ভেতরে থাকা শহীদ মিনারের মাথায় ১৮৫৭ সালের বীর শহীদদের স্মরণে লেখাটি পুনঃস্থাপন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের সদস্য সচিব আক্তারুজ্জামান খান।

তিনি বলেন, বাহাদুর শাহ পার্ক ১৮৫৭ সালের ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের রক্তে রঞ্জিত এক ঐতিহাসিক স্থান। স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ঐতিহ্যের ধারক ও স্মৃতিচিহ্ন হিসেবে দেশের মানুষের কাছে এটি অসীম গুরুত্ব বহন করে। এর মর্যাদা রক্ষা করা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের একান্ত কর্তব্য।

তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে স্থানীয় পর্যায়ের সর্বস্তরের মানুষ রাস্তা অবরোধ থেকে শুরু করে সব ধরনের প্রতিবাদ অব্যাহত রেখেছে। তারপরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ জনগণের দাবিকে উপেক্ষা করে অযৌক্তিক সিদ্ধান্তে অনড় থেকে ইজারা দেওয়ার মাধ্যমে রেস্তোরাঁ চালু করার সুযোগ দিয়েছে।

পার্কের ভেতরে রেস্তোরাঁ চালু করায় চুলার আগুনের কারণে গাছপালা ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ অবস্থা শুধুমাত্র পার্কের ঐতিহাসিক মর্যাদা ক্ষুণ্ন করছে না, জণগণের প্রতি অবজ্ঞাও প্রকাশ করেছে।

এ সময় তিনি স্বাধীনতা সংগ্রামের এ ঐতিহাসিক স্থাপনাটি রক্ষায় ইজারা প্রকল্প বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা প্রার্থনা করেন। পাশাপাশি দাবি আদায়ে ১২ কর্মসূচি ঘোষণা করেন।

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডা. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাড. আব্দুল ছাত্তার, হাজী মো. মুজাহিদ, মিরুজ্জামান খান মিরু ও সদস্য শাহ আলম ভূঁইয়া কাজী খসরু।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসসি/এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।