নীলফামারী: আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি ও বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের ব্যাখ্যা দিতে নীলফামারীর তিন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট।
তিনজনের মধ্যে একজন জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল হক।
নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) গোলাম সারোয়ারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে আদালত অবমাননার দায়ে নীলফামারীর ওই তিন আইনজীবীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
উল্লেখ্য, আইনজীবী মমতাজুল হক নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান, বার সমিতি নীলফামারীর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসআরএস