ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহুল বড়ুয়ার মাতৃবিয়োগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহুল বড়ুয়ার মাতৃবিয়োগ ...

চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পানিসম্পদ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও চট্টগ্রাম সমিতি ঢাকার শিক্ষা ও পাঠাগার সম্পাদক রাহুল বড়ুয়ার মাতা কুসুম বড়ুয়া (৯০) মৃত্যুবরণ করেছেন।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুর ২টায় চকরিয়া কেন্দ্রীয় শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চকরিয়া-পেকুয়ার এমপি জাফর আলম, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ম রাজ্জাক ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।