ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাসপাতালে মরদেহ রেখে পালালেন গাড়িচালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
হাসপাতালে মরদেহ রেখে পালালেন গাড়িচালক

ভোলা: ভোলার ইলাশা সড়কে মাইক্রোবাস চাপায় আনুমানিক ৫০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। প্রথমে আহতাবস্থায় ওই নারীকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ কথা শোনার পর মরদেহ রেখে পালিয়ে যান সেই মাইক্রোবাসচালক।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোলা-ইলিশা সড়কের ইলিশা গোডাউন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভোলা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামিনুর রশিদ জানান, সকালের দিকে ভোলা থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ইলিশা ফেরিঘাটের দিকে যাচ্ছিল। ওই নারী রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী ওই মাইক্রোবাসটি পথচারী নারীকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলে থাকা এলাকাবাসী মাইক্রোবাসটিকে আটক করে। পরে মাইক্রোবাসচালক আহত নারীকে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তখন ওই চালক হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করছে।  

এসআই আরও বলেন, ঘাতক মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে। একইসঙ্গে নিহত নারী পরিচয় জানার চেষ্টা করছে। গাড়িচালককে খোঁজ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।