ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধর্ষণচেষ্টা, ইউপি সদস্য হাতেনাতে ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
ধর্ষণচেষ্টা, ইউপি সদস্য হাতেনাতে ধরা

পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টাকালে মো. মাসুদ খান নামে এক ইউপি সদস্যকে (মেম্বার) হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।  

শুক্রবার (২৭ জানুয়ারি) ভুক্তভোগীর দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠিয়েছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

 

গ্রেফতার মাসুদ খান উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর গ্রামের মৃত জয়নাল খানের ছেলে এবং সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা যায়, বাড়ি পাশাপাশি হওয়ায় বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিতেন ইউপি সদস্য। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) গভীর রাতে ভিকটিমের মামাতো বোনের পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ নিয়ে আসছেন- বলে ঘরের দরজা খুলতে বলেন মাসুদ খান। দরজা খুললে ঘরে ঢুকে প্রথমে দরজা বন্ধ করে দেন তিনি। কিছু বুঝে ওঠার আগে মুখ চেপে ধরে খাটের ওপর ফেলে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত।  

এ সময় ধস্তাধস্তিতে মুখ থেকে হাত সরে গেলে ডাক-চিৎকার করেন ভুক্তভোগী। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে ঘরে আটকে রেখে থানায় খবর দেয়।

তবে ইউপি সদস্য মাসুদ খানের দাবি, তাকে ফাঁসানো হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় ইউপি সদস্য মাসুদকে আটক করা হয়। পরে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।