ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় একাধিক মামলার আসামি চাকুসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
বগুড়ায় একাধিক মামলার আসামি চাকুসহ গ্রেফতার গ্রেফতার আসামি

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বার্মিজ চাকুসহ একাধিক মামলার আসামি শাহীন ওরফে ছোট শাহীনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর শাহীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ৷

গ্রেফতার শাহিন বগুড়া শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সোয়া ৩টার দিকে উপজেলার নন্দকুল দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। তার নামে শাজাহানপুর থানায় একাধিক হত্যা, চাঁদাবাজি, মারপিটসহ প্রায় অর্ধডজন মামলা রয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র ও চাঁদাবাজি মামলা করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
কেইউএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।