ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ট্রেনের নিচে ঝাপ দিয়ে তরুণীর আত্মহত্যা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
মৌলভীবাজারে ট্রেনের নিচে ঝাপ দিয়ে তরুণীর আত্মহত্যা

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক তরুণী (২০) আত্মহত্যা করেছেন।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে শমসেরনগর রেল স্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।

আত্মহত্যা করা তরুণীর নাম পরিচয় এখনও জানা যায়নি।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাত পরিচয়ের এক তরুণী চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেন। ট্রেনটির ইঞ্জিন বাম্পার তাকে টেনে প্রায় ৫০০ মিটার দূরে শিংগ্রাউলি গ্রামে ফেলে দেয়।
 
এ সময় তরুণীর একটি ব্যাগ ও ভেঙে যাওয়া ঘড়ি ও মোবাইল ফোন পাওয়া যায়।
 
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, স্টেশনের প্লাটফর্ম এলাকায় তরুণীটি চলন্ত জয়ন্তিকা ট্রেনের সামনে ঝাপ দেন। ট্রেনের ইঞ্জিনের নিচের বাম্পার তাকে টেনে নিয়ে আপ হোম সিগনাল সংলগ্ন এলাকায় ফেলে দেয়।
 
খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মেডিকেল কলেজ মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
বিবিবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।