ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর জনসভা

জনসভা উপলক্ষে রাজশাহীর ১৩ স্পটে মিলছে সুপেয় পানি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
জনসভা উপলক্ষে রাজশাহীর ১৩ স্পটে মিলছে সুপেয় পানি

রাজশাহী: রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আগত জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  

রোববার (২৯ জানুয়ারি) সকাল থেকে রাজশাহী মহানগরীর ১৩টি স্পটে ১৩টি গাড়ি করে ১ লাখ ৫০ হাজার বোতল পানি বিতরণ করা হচ্ছে।

জনসভায় আগত যে কেউ বিনামূল্যে এই পানি নিতে পারবেন।

যেসব স্পটে সুপেয় পানি পাওয়া যাচ্ছে: রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড়, ঘোষপাড়া মোড়, সদর হাসপাতাল মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, রেল স্টেশন, বন্ধগেট, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর, কুমারপাড়াস্থ মহানগর দলীয় কার্যালয়, সাগরপাড়া বটতলা, জয় বাংলা চত্ত্বর, লালনশাহ মুক্তমঞ্চ, তালাইমারি মোড়।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩

এমইউএম/এসএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।