বেনাপোল (শার্শা, যশোর): ভারত থেকে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মদ জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল রেলস্টেশন থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বেনাপোল কাস্টমস্ হাউজের উপ-কমিশনার রবীন্দ্র কুমার সিংহ জানান, গোপন সূত্রে জানতে পারি ভারত থেকে বন্ধন এক্সপ্রেস ট্রেনে কয়েকজন যাত্রী বিপুল পরিমাণ বিদেশি সিগারেট বাংলাদেশে নিয়ে আসবে। সেই সংবাদের ভিত্তিতে বন্ধন এক্সপ্রেসে ট্রেনে তল্লাশি চালিয়ে ৪০ হাজার শলাকা বেনসন, ৯ হাজার শলাকা ইজিলাইট সিগারেট ও ১৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তিনি আরও জানান, এসব সিগারেট ও মদের আনুমানিক মূল্য সাড়ে ৮ লাখ টাকা। এসব পণ্য বাজেয়াপ্ত করাসহ কাস্টমস্ আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এমএমজেড