ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

বই মেলার নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন কাল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
বই মেলার নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন কাল

ঢাকা: শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা- ২০২৩। আর এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বই মেলার স্টল নির্মাণ ও কার্যক্রম প্রস্তুতি।

এদিকে বরাবরের মতো বই মেলায় আগত বইপ্রেমী, লেখক, কবি, সাহিত্যিক ও বইয়ের স্টলসহ সার্বিক নিরাপত্তা বিষয়ে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ডিসি মো ফারুক হোসেন বাংলানিউজকে জানান, অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় জানাতে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ডিএমপি৷ 

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিরাপত্তা সংক্রান্ত সার্বিক বিষয় জানাবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।