ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিলে কচুরিপানার নিচে মিলল নিখোঁজ জেলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
বিলে কচুরিপানার নিচে মিলল নিখোঁজ জেলের মরদেহ

গোপালগঞ্জ: নিখোঁজ হওয়ার ছয়দিন পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চান্দার বিলে কচুরিপানার নিচে নির্ভসা বৈরাগী (৬০) নামে এক জেলের মরদেহ পাওয়া গেছে।  

বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মুকসুদপুরের কৃষ্ণনগর গ্রা‌মের ঠাণ্ডা দাসের ছেলে অরুণ দাস চান্দার বিলে রোপণ করা ইরি ধানের ক্ষেতে ইঁদুর মারার জন্য জেনারেটরের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপন করেছিলেন। গত ২৫ জানুয়ারি রাতে চান্দার বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন কলিগ্রামের নির্ভসা বৈরাগী। তাকে খোঁজে বের হয়ে স্বজনরা ইঁদুর মারার ফাঁদ পাতার খবর পান। অনেক খুঁজেও নির্ভসাকে জীবিত বা মৃত অবস্থায় না পেয়ে থানায় অরুণ দাসসহ দু’জনের নামে পুলিশে অভিযোগ দেন স্বজনরা। পুলিশ অরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভয় পেয়ে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিলেন বলে জানান। পরে নির্ভসা বৈরাগীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

গোপালগঞ্জের এডিশনাল এসপি (ক্রাইম) মোহাইমিন এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।