ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেষ রক্ষা হলো না ২৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
শেষ রক্ষা হলো না ২৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামির

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. মন্টু কবিরাজ (৪৫) নামে ২৯ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে সক্ষম হয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

আটক মন্টু কবিরাজ উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের টিএনটি রোড এলাকার মৃত আজাহার কবিরাজের ছেলে।

র‌্যাব জানায়, ওই দিন তাকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মঠবাড়িয়া উপজেলার নাগরাভাঙ্গা গ্রাম থেকে আটক করা হয়। তিনি ডাকাতি ও অস্ত্র মামলায় ২৯ বছর সাজাপ্রাপ্ত পলাতক এবং পিরোজপুর, বরগুনা, বেতাগি, ঝালকাঠীতে পৃথক ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান জানান, আটক মন্টুকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।