ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে কৃষকের গরু চুরি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
মেহেরপুরে কৃষকের গরু চুরি 

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের এক কৃষকের বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। গরুটির আনুমানিক মূল্য ৮০/৯০ হাজার টাকা।

এর আগে, প্রায় দুই মাস আগে এ বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছিলো। সে সময় এ বাড়ি থেকে দুইটি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন, ১টি আংটি, ১জোড়া স্বর্ণের দুল ও নগদ টাকা চুরি হয়।

গৃহকর্তা মো. সাইদুর আলী বলেন, রাত দুইটা পর্যন্ত গোয়াল ঘরে গরু  ছিল। সকাল ৬টার সময় গরু বের করতে গিয়ে দেখি গোয়াল ঘরের তালা ভাঙ্গা। গোয়াল ঘরে গরুটি নেই।

সাইদুর আলী আরও বলেন, পরপর দুই বার  চুরি হওয়াতে আমার পরিবার চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শ্যামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আওলাদ হোসেন বলেন, ওই দরিদ্র কৃষক পরিবারে দুইবার চুরির ঘটনায় তারা ভেঙ্গে পড়েছে।

মেহেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মইনুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।  

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।