ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
পাবনায় ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু

পাবনা: পাবনা জেলা কারাগারে ডাকাতি মামলার এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত জিয়াউল রহমান জিয়া (৩৫) আতাইকুল থানার লক্ষীপুর ইউনিয়নের যাত্রাপুর এলাকার মৃত. কায়েম আলীর ছেলে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাজতি জিয়াউর অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।  

পাবনা কেন্দ্রীয় কারাগারের জেলার আনোয়ার হোসেন জানান, জিয়াউর রহমান (হাজতি নম্বর ৪০৩১/২৩) শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হন তিন। পরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

পাবনা সদর থানা সূত্র জানায়, গত মাসের ২১ জানুয়ারি পুলিশ ডাকাতি মামলায় জিয়াউর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্ত আইনী প্রক্রিয়া শেষে জিয়াউর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেলার।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।