ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে ১০০ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
ভৈরবে ১০০ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ৯৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. হাসান (৩০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প।

আটক হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পুনিয়াউট এলাকার মৃত পিছন মিয়ার ছেলে।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্য পেয়ে শনিবার দুপুর দেড়টার দিকে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ মাদকবিক্রেতা হাসানকে আটক করা হয়। সে সময় মাইক্রোবাসটি তল্লাশি করে ৪৮টি বান্ডিলে ৯৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় হাসানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।