ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে প্রস্তাবিত নৌ-বন্দরের স্থান পরিদর্শন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
সোনাগাজীতে প্রস্তাবিত নৌ-বন্দরের স্থান পরিদর্শন 

ফেনী: ফেনীর সোনাগাজীতে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রস্তাবিত নৌ-বন্দরের স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আবদুল বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম অনিক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ ও শিফাত বিনতে আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রফিক প্রমুখ।

উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগরের বিপরীত পাশে বড় ফেনী নদীর মোহনায় সোনাগাজী নৌ-বন্দর স্থাপনের জন্য ২০২১ সালে রাষ্ট্রপতির আদেশক্রমে নৌ-পরিবহন মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে। শিগগিরই নৌ-বন্দরের কাজ শুরু করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩ 
এসএইচডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।