ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহ: ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সময় টিভি’র বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে ডিজিটাল নিরাপত্তা আইন অপব্যবহারের প্রতিবাদ জানান।  

এতে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের নেতা মোশারফ হোসেন বাবুল, আতাউল করিম খোকন, সাংবাদিক আইয়ুব আলী, শাহ আলম উজ্জল, সাইফুল ইসলাম, হারুন অর রশিদ, শরীফুজ্জামান টিটু, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর ও হোসাইন শাহীদ।

এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সাংবাদিক হয়রানি অব্যাহতভাবে চলছে। সময় টিভি'র বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের করা মামলা এর নজির। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।  

প্রসঙ্গত, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে দুর্নীতির খবর সময় টিভি’র স্ক্রলে প্রচার করায় এ মামলা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।