ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রত্যাশা করেছেন, শ্রীলঙ্কাকে বাংলাদেশ যে ২০ কোটি ডলার ঋণ দিয়েছিল, সেটা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ফেরত পাওয়া যাবে।
শ্রীলঙ্কার স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন শেষে রোববার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় ফিরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ড. মোমেন বলেন, শ্রীলঙ্কাকে যে ঋণ দিয়েছি সেটা পরিশোধে আগামী মার্চ নয়, আমরা তাদের সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে তারা ইনশাআল্লাহ দিয়ে দেবে।
উল্লেখ্য, অর্থনৈতিক সঙ্কটে পড়ায় শ্রীলঙ্কা সরকার ২০২১ সালে বাংলাদেশের কাছ থেকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ নিয়েছিল। সেই ঋণ গত বছর এপ্রিলে শোধ দেওয়ার কথা ছিল। এরপর চলতি বছর মার্চে ঋণ শোধের জন্য সময় নেয় তারা। এবার আরও ৬ মাস ঋণ পরিশোধের সময় বাড়ানোর কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শ্রীলঙ্কা সরকারের আমন্ত্রণে দেশটির ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান শেষে রোববার (৫ ফেব্রুয়ারি) কলোম্বো থেকে ঢাকায় ফিরেছেন।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
টিআর/এমএমজেড