ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রানি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত ও বেলজিয়ামের রানি মাথিল্ডে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি প্রথমে উখিয়ার কুতুপালংয়ের তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এনজিও পরিচালিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

এরপর রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়াও ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনাসহ মানবিক সহায়তা বিষয়ক জাতিসংঘের নানা কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।  

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান রানি মাথিল্ডে।  

বেলজিয়ামের রানির সঙ্গে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল।

রানির এ সফর রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।  

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।