ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অনলাইন জুয়া ‘ক্যাসিনো’ বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
অনলাইন জুয়া ‘ক্যাসিনো’ বন্ধের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ: বাংলাদেশে সকল প্রকার অনলাইন স্পোর্টস বেটিং সাইট বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচী পালন করেছে সচেতন জনতা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করে সচেতন জনতা নামে একটি সংগঠন।

 

এ সময় বক্তারা বলেন, ছাত্র ও যুব সমাজকে রক্ষা করতে মোবাইলে অনলাইনে ক্যাসিনো জুয়া বন্ধ করতে হবে। ক্যাসিনো জুয়া বন্ধ করে আমাদের যুব সমাজ ও ছাত্র সমাজকে রক্ষা করতে হবে। দ্রুত এসব অনলাইন বেটিং সাইট বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, এসকে সাইদ, শাহ আলম, শাহীন, বাবলু, মহিউদ্দিন, মেহেদী, মিঠু, রহমান, সালাহউদ্দিন, জুয়েল, রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।