ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কার্যদিবসে কর্মসূচি না দিতে বিএনপিকে অনুরোধ ডিএমপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
কার্যদিবসে কর্মসূচি না দিতে বিএনপিকে অনুরোধ ডিএমপির

ঢাকা: বিএনপির পদযাত্রায় রাজধানীবাসীর দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আর এ কারণেই কার্যদিবসে কোনো কর্মসূচি না দিতে বিএনপিকে অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপি সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।

এ সময় তিনি বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, সড়ক বন্ধ করে কর্মসূচি না দিয়ে বড় বড় মাঠ আছে, সেখানে কর্মসূচি পালন করুন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিএনপি পুরান ঢাকা থেকে দলীয় কার্যালয় হয়ে প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে। দলটির পক্ষ থেকে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনারকে বিষয়টি অবহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।