ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে ২ এনজিও কর্মকর্তার মোটরসাইকেল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
পলাশে ২ এনজিও কর্মকর্তার মোটরসাইকেল চুরি

নরসিংদী: নরসিংদীর পলাশে অফিসের সামনে থেকে দুই এনজিও কর্মকর্তার মোটরসাইকেল চুরি হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘোড়াশাল বাজার এলাকার ‘আশা’ এনজিও অফিসের সামনে এ ঘটনা  ঘটে।

এ নিয়ে সম্প্রতি এলাকায় ৫টি মোটরসাইকেল চুরি হয়েছে।

‘আশা’র ম্যানেজার আবুল কালাম জানান, দুপুর ২টার দিকে নজরুল ইসলাম ও আফজাল আফজাল হোসেন নামে দুই ঋণ কর্মকর্তা কাজ শেষে অফিসে ফিরে আসেন। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল অফিসের নিচে লক করে রেখে দু'তলায় চলে আসেন। অফিস থেকে ফিল্ডে যাওয়ার উদ্দেশে বিকেলে নিচে নেমে আসেন ওই দুই কর্মকর্তা। পরে তারা তাদের মোটরসাইকেল দুটি আর খুঁজে পাননি।

তিনি আরও জানান, পরে সিসিটিভি ফুটেজে অজ্ঞাত দুইজনকে মোটরসাইকেল দুটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় পলাশ থানায় অভিযোগ করা হয়েছে।

পলাশ থানার ডিউটি অফিসার (উপ-পরিদর্শক) তানিয়া বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।