ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তরুণীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তরুণীর ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকায় ট্রাকের ধাক্কায় খাদিজা খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খাদিজা রাজশাহীর তানোর উপজেলার চন্দনকোটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এছাড়া ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকায় ডলফিন ক্লিনিকের সামনে দুর্ঘটনা ঘটেছে। ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন খাদিজা। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।