ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামুর পল্লী চিকিৎসক সুষেন হরি ধর আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
রামুর পল্লী চিকিৎসক সুষেন হরি ধর আর নেই

কক্সবাজার: জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল বনিক পাড়ার বাসিন্দা পল্লী চিকিৎসক সুষেন হরি ধর আর নেই।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. সুষেন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট এনেস্থিসিয়া ডা. পুলক ধর, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অজয় ধর এবং রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা বেলী ধরের পিতা।

তার বড় ছেলে ডা. পুলক ধর জানান, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উত্তর ফতেখাঁরকুল বণিক পাড়স্থ বাড়ির আঙিনায় ডা. সুষেন হরি ধরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এসবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।