ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
রাঙামাটিতে অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন

রাঙামাটি: রাঙামাটি প্রেসক্লাবের আয়োজনে অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন জাতীয় ব্যাটমিন্টন চ্যাম্পিয়ন খেলোয়ার ও ক্রীড়া সংগঠক ওয়াশিংটন চাকমা।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এবং ক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং প্রতিযোগিতার আহবায়ক মঈন উদ্দীন বাপ্পীর সঞ্চালনায় অতিথি ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সদস্য সৈয়দ মাহবুব আহমেদসহ অন্যান্য সদস্যরা।

খেলায় বক্তারা বলেন, খেলাধূলা মনকে সতেজ করে ও মনে প্রশান্তি এনে দেয়। সুস্থ্য শরীর গড়ে তুলতে খেলাধূলার কোনো বিকল্প নেই।

প্রতিযোগিতায় ক্লাবের সব সদস্যরা ক্যারম এবং দাবা খেলায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।