ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংগাইরে গাঁজা-হেরোইনসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
সিংগাইরে গাঁজা-হেরোইনসহ আটক ১

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল এলাকা থেকে গাঁজা হেরোইনসহ বুলেট (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শুক্রবার (১০ ফেব্রুয়রি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন।

 

আটক বুলেট ওই উপজেলার গোবিন্দল পূর্বপাড়া এলাকার মৃত তোতা দেওয়ানের ছেলে।

পুলিশের ইনচার্জ মোশারফ হোসেন জানান, বুলেট দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিল, তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলাও বিচারাধীন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে নিজ বসতবাড়ি থেকে ৫ কেজি গাঁজা, ১০০ গ্রাম হেরোইনসসহ বুলেটকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির নামে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।