ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৫শ’ টাকার জন্য নদীতে ঝাঁপ, ৬ দিন পর মিলল লাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
৫শ’ টাকার জন্য নদীতে ঝাঁপ, ৬ দিন পর মিলল লাশ ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুধকুমার নদ সাঁতরে পার হতে ৫০০ টাকা বাজি ধরেন বাবুল। নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হন তিনি।

এর ছয় দিন পর উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় সামাদের ঘাটের পূর্বে ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় পাওয়া যায় তার লাশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার লাশটি উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সঙ্গে তিলাই ইউনিয়নের খোচা বাড়ির চর এলাকার মৃত হযরত আলী মেয়ের বিয়ে হয়। রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাযোগে দুধকুমার নদ পার হতে শহিদুলের ঘাটের নৌকায় ওঠেন সবাই। নৌকাটি মাঝনদীতে পৌঁছলে বরের ফুফাত ভাই বাবুল মিয়া (২২) অন্যান্য বন্ধুদের সঙ্গে সাঁতরে নদী পার হতে বাজি ধরেন। বন্ধুদের সঙ্গে ৫০০ টাকা বাজি ধরে মাঝনদীতে নৌকা থেকে ঝাঁপিয়ে পড়েন তিনি। কিছুদূর সাঁতরে যাওয়ার পর তীব্র স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান বাবুল। রাত থেকেই তার খোঁজ চালান স্বজনরা। সোমবার (৬ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিসের ডুবরিদল বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে ব্যর্থ হয়।

শুক্রবার সকালে স্থানীয় লোকজন লাশটি পাইপের সঙ্গে আটকা অবস্থায় দেখতে পেয়ে তার আত্মীয় ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ পরিবারের সহায়তায় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।