ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সহপাঠীর বাসায় সেপটিক ট্যাঙ্কে মিলল কলেজছাত্রীর মরদেহ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
সহপাঠীর বাসায় সেপটিক ট্যাঙ্কে মিলল কলেজছাত্রীর মরদেহ

বেনাপোল (যশোর): নিখোঁজের এক সপ্তাহ পর যশোরের বুরুজবাগান এলাকায় সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে এক কলেজছাত্রীর মরদেহের উদ্ধার করেছে পুলিশ।  

এ ঘটনায় নিহতের সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আটক সহপাঠীর বাড়ির সেপটিক ট্যাঙ্কের মধ্যে থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়।  

নিহত শিক্ষার্থীর নাম জেসমিন আক্তার পিঙ্কি (১৮)। তিনি সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেরালকেতা এলাকার জাকির হোসেনের মেয়ে ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আটক সহপাঠীর নাম আহসান কবির অঙ্কুর।

নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার নিশাদ আল-নাহিয়ান এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি প্রেমের সম্পর্ক ধরে পিংকিকে নিজের বাড়িতে নিয়ে আসে তার সহপাঠী অঙ্কুর। পরে তাকে নির্যাতন করে খুন করা হয় ও লাশ গুম করতে ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা হয়। নিহত কলেজছাত্রীর সহপাঠী অঙ্কুরকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।