ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশ পরিচয়ে একাধিক প্রেম, অতঃপর ব্ল্যাকমেলিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
পুলিশ পরিচয়ে একাধিক প্রেম, অতঃপর ব্ল্যাকমেলিং

ঢাকা: পুলিশ পরিচয়ে একাধিক নারীর সঙ্গে প্রেম, ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলিংয়ের দায়ে রুবেল হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) যশোরের ঝিকরগাছা থানাধীন হাড়িয়া বেলেরমাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই যশোর জেলা।

পিবিআই যশোর জেলার পুলিশ সুপার (এসপি) রেশমা শারমিন জানান, গ্রেফতার রুবেল হোসেন নিজেকে কখনও পুলিশ সদস্য, আবার কখনও ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন। সে সুযোগে আপত্তিকর ভিডিও ধারণ করে সেই ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। গত ৯ ফেব্রুয়ারি এমনই একজন ভিকটিমের অভিযোগের ভিত্তিতে রুবেলকে গ্রেফতার করা হয়।

রুবেল ভিকটিমের কাছে পুলিশের এএসআই পরিচয় দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিশ্বস্ততার সুযোগে ভিকটিমকে ধর্ষণ করে ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে উক্ত ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের কাছে তিন লাখ টাকা আদায় করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।