ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১০ হাজার তাঁবু পাঠানো হচ্ছে তুরস্কে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
১০ হাজার তাঁবু পাঠানো হচ্ছে তুরস্কে

ঢাকা: ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে তুরস্কে ১০ হাজার তাঁবু পাঠাবে বাংলাদেশ। ইতোমধ্যেই সে দেশে দুই হাজার তাঁবু পাঠানো হয়েছে।

 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে জানান, তুরস্কের চাহিদা অনুযায়ী তাদের একটি বিশেষ কার্গো বিমানে দুই হাজার তাঁবু পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে আরও আট হাজার তাঁবু পাঠানোর নির্দেশনা দিয়েছেন জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২৮ হাজার মানুষ মারা গেছেন। এখনো উদ্ধার অভিযান চলছে। বাংলাদেশ থেকে ইতোমধ্যেই তুরস্ক ও সিরিয়ায় সহায়তা পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।