ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
মাদারীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম 

মাদারীপুর: মাদারীপুরে মজিবুর রহমান খান (৬৫) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।  

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে মাদারীপুর শহরের আছমত আলী খান সড়কের ২নং শকুনী এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত মজিবুর রহমান খান সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পেয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

জানা গেছে, রাত সোয়া ৯টায় দিকে শাক-সবজি কিনে সদর মডেল থানার সামনে থেকে বাড়ি যাচ্ছিলেন মজিবুর রহমান খান। বাসার কাছে পৌঁছাতেই ৪/৫ জনের একদল মুখোশধারী তার গতিরোধ করে। অতর্কিতে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা ও দুই পায়ে জখম করে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে দেয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।