ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিঠা উৎসবের মধ্য দিয়ে ঈশ্বরদী সরকারি কলেজে বসন্তবরণ

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
পিঠা উৎসবের মধ্য দিয়ে ঈশ্বরদী সরকারি কলেজে বসন্তবরণ

পাবনা (ঈশ্বরদী): ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে ঈশ্বরদী সরকারি অনার্স কলেজে দিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এ উপলক্ষে ঈশ্বরদী সরকারি কলেজ চত্বর মাঠে বসেছিল এক মিলনমেলা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ঈশ্বরদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজা খাতুন।

এসময় স্বাগত বক্তব্য দেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মুরাদ আলী, বাংলা বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অনেকে।

নাচে, গানে, আবৃত্তিতে বসন্তকে বরণ করে নেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বাহারি পিঠার স্টল দেন।
 
বসন্তকে স্বাগত জানিয়ে কলেজের শিক্ষার্থীরা রঙিন পোশাক পরেন। পরনে ছিল শাড়ি, হাতে চুরি, খোঁপায় বাহারি ফুল গুজে অনুষ্ঠানে অংশ নেন ছাত্রীরা। তাদের সঙ্গে উৎসবে অংশ নেন অভিভাবক ও স্বজনরাও।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।